একবার ট্রেনে ওঠার সময় মহাত্মা গান্ধীর পায়ের এক পাটি জুতো খুলে পড়ে গেল। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। নেমে জুতোটা তুলে নেওয়ার উপায়ও নেই।
গান্ধী চটজলদি তাঁর আরেক পায়ের জুতোও খুলে ফেলে দিলেন।
সহযাত্রীরা অবাক হয়ে এর কারণ জানতে চাইলেন।
গান্ধী বললেন, ‘কোনো গরিব লোক হয়তো জুতোটা খুুঁজে পাবে। এক পায়ের জুতো পেয়ে তো তাঁর কোনো লাভ নেই। তাই দুই পায়েরটাই দিয়ে গেলাম।’
পূর্ববর্তী:
« মহাত্মা গান্ধীর জুতো
« মহাত্মা গান্ধীর জুতো
পরবর্তী:
মহামারী »
মহামারী »
Leave a Reply