চকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের।
ভদ্রলোক: খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।
খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?
ভদ্রলোক: অবশ্যই।
খোকা: আমার দাদির বয়স ১০৭ বছর।
ভদ্রলোক: তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।
খোকা: সেটা জানি না। তবে দাদি কখনোই অন্যের ব্যাপারে নাক গলান না।
পূর্ববর্তী:
« অন্যদের বোঝানো
« অন্যদের বোঝানো
পরবর্তী:
অপমানজনক »
অপমানজনক »
Leave a Reply