মাঝরাতে সরদারজির ফোন এল ডাক্তারের কাছে।
সরদারজি: ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
ডাক্তার: উফ্, মাঝরাতে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করবেন না। ঘুমান।
একটু পর আবার সরদারজির ফোন।
সরদারজি: ডাক্তার সাহেব, অ্যাপেন্ডিক্সের ব্যথায় আমার স্ত্রী ঘুমাতে পারছে না।
ডাক্তার: আরে বোকা, গত বছর যখন ব্যথা হলো, আমি নিজে অপারেশন করে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স ফেলে দিয়েছি। একজন মানুষের দুটা অ্যাপেন্ডিক্স হয়, কখনো শুনিনি।
সরদারজি: কিন্তু একজন মানুষের দুটো স্ত্রীর কথা নিশ্চয় শুনেছেন।
পূর্ববর্তী:
« একজন না, হাজার হাজার
« একজন না, হাজার হাজার
পরবর্তী:
একজনের কদম মিলছে না »
একজনের কদম মিলছে না »
Leave a Reply