অফিসে সিদ্দিক সাহেবের প্রথম দিন।
বস: আমাদের অফিসে একটি ব্যাপারে আমরা খুবই গুরুত্ব দিই, তা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। তুমি নিশ্চয়ই আমার ঘরে ঢোকার আগে পাপোশে জুতা মুছে ঢুকেছ?
সিদ্দিক: অবশ্যই স্যার।
বস: আরেকটি ব্যাপারে আমরা আরও বেশি কঠোর। তা হলো সততা। দরজার বাইরে কোনো পাপোশ নেই, ইডিয়ট!
পূর্ববর্তী:
« পরিষ্কার-পরিচ্ছন্নতা
« পরিষ্কার-পরিচ্ছন্নতা
পরবর্তী:
পরিসংখ্যান না থাকলে কী হতো »
পরিসংখ্যান না থাকলে কী হতো »
Leave a Reply