ছুটি কাটাতে হ্রদের ধারে বেড়াতে গেছেন সরদারজি। হ্রদের টলমলে পানি দেখে খুব লোভ হচ্ছিল তাঁর, কিন্তু কুমিরের ভয়ে পানিতে নামতে পারছিলেন না। শেষে স্থানীয় এক লোক নিশ্চয়তা দিলেন, পানিতে কুমির নেই।
নিশ্চিন্তে হ্রদে সাঁতার কাটছিলেন সরদারজি। আরামে চোখ বুজে তিনি স্থানীয় লোকটিকে বললেন, ‘গত বছরও তো এই হ্রদে প্রচুর কুমির ছিল। তাড়ালেন কীভাবে?’
স্থানীয় লোকটি জবাব দিল, ‘আমরা তাড়াইনি। যা করার, হাঙরগুলোই করেছে!’
পূর্ববর্তী:
« কুমারীত্ব – স কাজানৎসেভ
« কুমারীত্ব – স কাজানৎসেভ
পরবর্তী:
কুমিরের কথা তো বলাই হয়নি »
কুমিরের কথা তো বলাই হয়নি »
Leave a Reply