টেনিস খেলায় সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো, আমি যতই ভালো খেলি না কেন, কখনোই একটা দেয়ালের চেয়ে ভালো খেলতে পারব না!
আমি ১০ দিন ধরে ঘুমাইনি। কারণ, ১০ দিন ধরে ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়!
আমি পিকেটিংয়ের বিরুদ্ধে আন্দোলন করতে চাই। কিন্তু আন্দোলনটা পিকেটিং না করে কীভাবে করব, বুঝে উঠতে পারছি না।
ওগো শুনছ, আমি ‘তোমার অনুপস্থিতি’ ব্যাপারটা মিস করছি!
আমার কোনো গার্লফ্রেন্ড নেই।
আমি শুধু এমন একটা মেয়েকে চিনি, যে ওপরের লাইনটা দেখলে রেগে আগুন হয়ে যাবে!
যদি বিড়ালের লেজটাকে আমি একটা পা মনে করি, তাহলে একটি বিড়ালের কয়টা পা থাকে? চারটা। কারণ, লেজ কখনোই পা হতে পারে না।
একজন আমাকে তাঁর একটি ছবি দেখিয়ে বলল, ‘এটা কিন্তু আমার এখনকার চেহারা নয়। ছবিটা আগে তোলা।’ আমি বললাম, ‘তুমি যে ছবিই দেখাও না কেন, অতি অবশ্যই সেটা “আগে তোলা”ই হবে!
আমি গিয়েছিলাম একটা সিডির দোকানে। দোকানদার বলল, তাদের ‘খুঁজে পাওয়া কঠিন, এমন সিডি রাখার’ ব্যাপারে খ্যাতি আছে। কারণ, যে সিডিই চাই না কেন, তারা সেটা খুঁজে পায় না!
আমার একটা তোতাপাখি ছিল, যে কথা বলতে পারে। কিন্তু সে কখনোই আমাকে বলেনি, সে ক্ষুধার্ত। বেচারা মারা গেছে!
প্রতিদিন তাস না খেললে আমার চলেই না। তাই বলে ভেব না, আমি জুয়ায় আসক্ত। আমার আসক্তি আসলে কয়েকজন গোল হয়ে বসে থাকায়!
আমার বেল্ট আমার প্যান্টটাকে ধরে রাখে। বেল্টের হুক ধরে রাখে বেল্টটাকে। বুঝতে পারছি না, কৃতিত্বটা কাকে দেব!
স্পাইডারম্যান যদি সত্যি হতো, আমি যদি একজন অপরাধী হতাম, আর সে যদি আমাকে জালে জড়িয়ে ফেলত; বলতাম, ‘মশারিটা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু!’
তুমি সব সময় কিছু মানুষকে বোকা বানাতে পারবে, কিছু সময় সব মানুষকে বোকা বানাতে পারবে। কিন্তু সব সময় সব মানুষকে বোকা বানাতে পারবে না।
শিশুকাল অনেকটা ‘মাতাল অবস্থায়’ থাকার মতো। সে সময় তুমি কী কী করেছিলে, সেটা সবারই মনে থাকে, তুমি ছাড়া!
পরিবারের সঙ্গে কাটানোর জন্য ভোরবেলা খুবই উপযোগী সময়। তবে একটু পরই সবাই ঘুম থেকে উঠে যায়।
Leave a Reply