শামীম সাহেব ভোটে দাঁড়িয়েছেন। গণনা শেষে দেখা গেল, তিনি তিনটি ভোট পেয়েছেন।
বাড়ি ফিরে দেখেন, বউ ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন! শামীম সাহেবকে দেখেই চিৎকার জুড়ে দিলেন, ‘মিনসের ঘরে মিনসে! তুমি একটা ভোট দিছ, আমি একটা দিছি। আরেকটা দিল কে?’
পূর্ববর্তী:
« আরেকটা আছে
« আরেকটা আছে
পরবর্তী:
আরেকটা বোমা »
আরেকটা বোমা »
Leave a Reply