সবাই খুব হিংসে করে আমাকে। আমি কিন্তু কাউকেই করি না। তাদের দিকে তাকিয়ে দেখি, ঈর্ষায় হলুদ হয়ে গেছে তারা। আমি নির্লিপ্ত। কারণ, আমার আছে দুটি শব্দ—‘তাতে কী’!
ধরা যাক, সেরেদকিনা একেবারে হাল ফ্যাশনের এক জোড়া জুতা কিনেছে। আমি ভাবি, তাতে কী! সে তো গ্রীষ্মকালে ছুটি পাবে না, পাবে ডিসেম্বর মাসে।
নুত্রোভের ভাইয়ের বিশাল বাড়ি আছে ইয়াল্টায়। তার বোন অতিকায় এক দোকানের ডিরেক্টর। আমি ভাবি, তাতে কী! তার নিজের তো গ্যাস্ট্রিক!
সেকলেতারেঙ্কোর স্বামী পিএইচডি করেছে। আমি ভাবি, তাতে কী! স্কুলে তাদের মেয়ের তো রেজাল্ট খুবই খারাপ।
রেপকিন এক কাঁড়ি টাকা জিতেছে লটারিতে। আমি ভাবি, তাতে কী! অন্য শহর থেকে অতিথি এসে তার বাসায় পড়ে আছে এক মাস ধরে।
হিংসা-ঈর্ষার প্রয়োজনটা যে কী, সেটাই তো বুঝি না!
পূর্ববর্তী:
« তাজমহল কে তৈরি করেছিল
« তাজমহল কে তৈরি করেছিল
পরবর্তী:
তামাক আর গাধা »
তামাক আর গাধা »
Leave a Reply