গুণীজন কহেন
যে সরকার পিটারকে লুটে পলের পকেট ভারী করে, সেই সরকার পলের সমর্থনের ওপরই নির্ভরশীল।
জর্জ বার্নার্ড শ, আইরিশ নাট্যকার
আমি কোনো সংঘবদ্ধ রাজনৈতিক দলের সদস্য নই। আমি একজন ডেমোক্র্যাট।
উইল রজার্স, মার্কিন রম্যলেখক
যখন কোনো বিষয় পুরোপুরি পুরোনো হয়ে যায়, তখন আমরা সেটাকে বাধ্যতামূলক কোর্স বানিয়ে দিই।
পিটার এফ ড্রাকার, লেখক
একটি কাজ আপনি কখনো করবেন না। সেটি হলো, কোনো ড্রাইভারকে বলা—কীভাবে কোনো একটি জায়গায় যেতে হবে।
জিমি ফ্যালন, মার্কিন অভিনেতা
যদি প্রথমবার সফল না হওয়া যায়, তা হলে দেখুন পরাজিত ব্যক্তির জন্য কোনো পুরস্কার আছে কি না।
উইলিয়াম লিওন ফেলপস, মার্কিন লেখক
যদি আপনি কোনো মেয়েকে হাসাতে পারেন, তা হলে আপনি তাকে দিয়ে যেকোনো কিছুই করিয়ে নিতে পারবেন।
মেরিলিন মনরো, মার্কিন অভিনেত্রী
Leave a Reply