সর্দারজি ফোন করলেন এয়ারকন্ডিশনার সারাইয়ের দোকানে। বললেন, কী মুশকিল বলুন তো, আমার এয়ারকন্ডিশনারটা সকাল থেকে কাজ করছে না।
দোকানদার বললেন, এক কাজ করুন। এয়ারকন্ডিশনারের প্লাগটা খুলে আমার কাছে নিয়ে আসুন।
কিছুক্ষণ পর সর্দারজি দোকানে হাজির হলেন, হাতে এয়ারকন্ডিশনারের প্লাগ!
পূর্ববর্তী:
« এমনই মিথ্যে বলে
« এমনই মিথ্যে বলে
পরবর্তী:
এর উত্তর কে দেবে!!! »
এর উত্তর কে দেবে!!! »
Leave a Reply