সেতু, না সাঁকো?
এই সব কিছুই না, শুধু টাকা আর টাকা!
আমি রাতারাতি জনপ্রিয় হতে চাই, কীভাবে সম্ভব?
পত্রপত্রিকা, টিভি চ্যানেলে খবর দিয়ে ওই রাতেই গায়েব হয়ে যান!
দুর্নীতি আর রাজনীতির মধ্যে পার্থক্য কোথায়?
অবস্থানগত! তবে সেটাও খুব বেশি নয়, পাশাপাশিই বসে।
বাংলাদেশ কিসে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে, না বিষে?
বিষওয়ালা মানসিকতায়!
কাঁচাবাজারে আগুন, তবুও দমকল বাহিনী নিশ্চুপ কেন?
বাজারের আগুনে আলু ঝলসিয়ে খাচ্ছে!
উত্তর দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে?
এসব প্রশ্ন করার অধিকার আপনাকে যে দিয়েছে।
অ্যাকসিডেন্ট হওয়ার পরই কেন রাস্তায় স্পিডব্রেকার, ফুটওভারব্রিজ হয়?
ঠিক কোন জায়গায় হবে, সেটা নিশ্চিত হওয়ার জন্য!
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১০, ২০১২
Leave a Reply