পুষ্প আপনার জন্য ফোটে না, তাহলে কার জন্য ফোটে?
যার জন্য ফোটে, সে এখনো জানে না, জানলে এতক্ষণে ছিঁড়ে নিত!
বিয়ের কথা শুনলে সব ছেলেই লাফায়, কিন্তু বিয়ের পর চুপসে যায় কেন?
খেলার আগে সবাই এমন লাফায়, মাঠে নামলে বোঝা যায়, কার দৌড় কতটুকু!
রাজার নীতি আর পাগলের নীতির মধ্যে পার্থক্য কী?
রাজার নীতিতে পলিটিকস আছে, কিন্তু পাগলের নীতি খাঁটি—কোনো পলিটিকস নেই।
দুধের স্বাদ কী শুধু ঘোলেই মেটানো সম্ভব?
না না, কনডেনসড মিল্ক, মিল্ক পাউডার—এসব দিয়েও দুধের স্বাদ মেটাতে পারেন!
বাংলাদেশে দুর্নীতি করা এত সহজ কেন?
কারণ, এ দেশে দুর্নীতি করলে দেশপ্রেমিক সম্মানে সম্মানিত করা হয়!
ঘুষ দেওয়া আর খাওয়ার মধ্যে পার্থক্য কী?
কোনো পার্থক্য নেই—দুটিই এ দেশে অনুমোদিত!
প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেতার মধ্যে এককথায় পার্থক্য কী?
৫ বছর!
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৩, ২০১২
Leave a Reply