স্যুরতুকভকে মৌমাছি কামড়াল।
‘ভালোই হলো এক দিক দিয়ে; বাতের ব্যথায় ভুগবে না কখনো,’ তাকে প্রফুল্ল করতে বলল প্রতিবেশী।
স্যুরতুকভকে কুকুর কামড়াল।
‘ভালোই হলো এক দিক দিয়ে, তুমি এখন পাগল বনে যাবে, অনেক ধরনের ভাতা পাবে, সুযোগ-সুবিধা পাবে। কোনো অপরাধ করলে সেটার দায়ভারও বর্তাবে না তোমার ওপর,’ তাকে প্রফুল্ল করতে বলল প্রতিবেশী।
তবে স্যুরতুকভ পাগল হলো না। একদিন দাম্পত্য কলহের সময় তাকে কামড়ে দিল তার স্ত্রী, অত্যন্ত রগচটা এক মহিলা।
‘ভালোই হলো এক দিক দিয়ে, এখন তুমি ডিভোর্স দিয়ে আবার স্বাধীন হয়ে পড়বে,’ তাকে প্রফুল্ল করতে বলল প্রতিবেশী।
সেই থেকে এভাবেই জীবন যাপন করে চলেছে স্যুরতুকভ—বাতহীন, ভাতাসুবিধা ভোগকারী, ব্যাচেলর।
সুখী ও পরিতৃপ্ত।
মাঝেমধ্যে ভাবে সে: ‘কাউকে প্রফুল্ল করতে কামড়ে দেব নাকি!’
Leave a Reply