একবার শান্তিনিকেতনে ওজন মাপার যন্ত্র কেনা হলো। যন্ত্র দিয়ে ছেলেমেয়েদের একে একে ওজন নেওয়া হচ্ছিল। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ করছিলেন।
একেকজনের ওজন নেওয়া শেষ হলেই কবি তাকে জিজ্ঞেস করছিলেন, ‘কিরে তুই কত হলি?’
এর মধ্যে একটি মেয়ের ওজন হলো দুই মণ।
মেয়েটির বিয়ের আলাপ চলছিল, কবি তা জানতেন। মজা করে তিনি বললেন, ‘কিরে, তুই এখনো দু মন? এখনো এক মন হলি নে!’
পূর্ববর্তী:
« এখনো কুমারী
« এখনো কুমারী
পরবর্তী:
এখনো্ গুনছি »
এখনো্ গুনছি »
Leave a Reply