চমৎকার আবহাওয়া, আদর্শ মাঠ, চারকোনা গোলবার, গোলাকৃতি বল… এককথায়, সবকিছু আমাদের বিপক্ষে।
প্রতিপক্ষের গোলবার অনেক ছোট বলে মনে হচ্ছে।
রেফারি আস্ত এক গর্দভ।
প্রতিপক্ষ দলে খেলোয়াড়ের সংখ্যা নিশ্চয়ই বেশি।
ধারাভাষ্যকার বলছে, প্রতিপক্ষ বেজায় শক্তিশালী।
ধারাভাষ্যকার বলছে, বর্তমান পৃথিবীতে দুর্বল প্রতিপক্ষ বলে কিছু নেই।
আমাদের দল হেরে যাচ্ছে।
রেফারি আসলেই আস্ত এক গর্দভ।
খেলার ফলাফল আগে থেকেই নির্ধারণ করা আছে। এই জমানায় সবকিছুই বিকিকিনি হয়।
টুর্নামেন্টের সময়সূচি আমাদের দলের জন্য জুতসই হয়নি।
আমাদের দল প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়নি।
খেলা শেষ হওয়ার পর মদ খেয়ে মাতাল হতেই হবে।
Leave a Reply