ক্ষমা কখন মহত্ত্বের লক্ষণ নয়?
যখন সে ক্ষমা বারবার হয়!
চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়ার মধ্যে পার্থক্য কী?
সোনার হরিণের ক্ষেত্রে ‘না থাকার’ একটা নিশ্চয়তা আছে, চাকরির ক্ষেত্রে সেটাও নেই।
জিতলে সবাই এত লাফায় কেন?
কেন জিতেছে সেটা বোঝার চেষ্টা করে।
আমার বন্ধুর চেয়ে শত্রু বেশি কেন?
ফেসবুক ব্যবহার করুন, দেখবেন হাজার হাজার বন্ধু!
প্রাইজবন্ড আর জেমস বন্ডের মধ্যে পার্থক্য কোথায়?
নাগরিকত্বে!
আমাদের গড় আয়ু এত কম কেন?
এত মানুষ, সবার মাঝে আয়ু ভাগ করতে গিয়ে কম পড়ে গেছে! সবারই তো বাঁচার অধিকার আছে!
বাজেট কী?
মোবাইল বিলের মতো, লোড করার সময় টের পাবেন কিন্তু ফুরিয়ে যাওয়ার সময় টের পাবেন না!
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৯, ২০১২
Leave a Reply