জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা হলো জ্ঞানের অভাবের ফলাফল।
টেরি প্র্যাচেট, আইরিশ লেখক
স্টুপিড হতে হলে আপনাকে অবশ্যই মানুষ হতে হবে।
টেরি প্র্যাচেট, আইরিশ লেখক
আমরা কি আসলেই বিশ্বব্রহ্মাণ্ডকে জানতে পারি? হায় ঈশ্বর! চায়না টাউনে নিজের রাস্তা খুঁজে পাওয়াই তো কঠিন।
উডি অ্যালেন, মার্কিন চিত্রপরিচালক
অনেক বছর আগে আমরা মাঝবয়সের কেন্দ্রস্থল আবিষ্কার করি। সেটা হলো, যখন আপনার বয়স গলফ খেলার জন্য কম এবং সারা দিন ইন্টারনেট ব্যবহারের জন্য বেশি।
ফ্রাঙ্কলিন অ্যাডামস, মার্কিন কলামিস্ট
মাছ ধরা খুবই বোরিং, যতক্ষণ না মাছ ধরা পড়ে। মাছ ধরা পড়লে সেটা হয় বিরক্তিকর।
ডেভ ব্যারি, মার্কিন লেখক
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০২, ২০১২
Leave a Reply