আমি সমাজকে বদলাতে চাই, কী করব?
চুপচাপ থাকুন, সমাজ এমনিতেই যথেষ্ট বদলাচ্ছে।
টাকা ও পয়সার মধ্যে পার্থক্য কী?
মেঝেতে পড়ার পর শব্দে! এখান থেকে বুঝতে হবে কমদামি জিনিসের শব্দ হয় বেশি!
না বুঝে ধন্যবাদ দিলে কী হয়?
না বুঝেই একটা পাল্টা ওয়েলকাম শুনতে হয়!
ঘৃণা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী?
মুদ্রার এপিঠ-ওপিঠের মতো, যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে।
কিউপিড বুকে তির না মেরে পশ্চাদ্দেশে তির মারে কেন?
যাতে ভালোবাসতে বাসতে কখনো কেউ ক্লান্ত হয়ে বসে পড়তে না পারে।
সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, চাঁদের আলোয় কী আছে?
খুব অল্প পরিমাণ অ্যালকোহল থাকতে পারে, কেউ কেউ তো ওতেই চন্দ্রগ্রস্ত হয়ে পড়ে!
মানুষ মানুষের ক্ষতি করে কেন?
বাদবাকি বন-জঙ্গল, পাহাড়-পর্বত, নদীনালা, পশুপাখির ক্ষতি করা তো শেষ!
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০২, ২০১২
Leave a Reply