আলাদিনের প্রদীপ পেয়েছে রুস্তম। ঘষা দিতেই বেরিয়ে এল দৈত্য! ‘হু হো হা হা হা! আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। কিন্তু একটা শর্ত আছে।’
রুস্তম: কী শর্ত?
দৈত্য: প্রতিটা ইচ্ছার সঙ্গে তুমি যা পাবে, তোমার শত্রুরা তার দ্বিগুণ পাবে।
রুস্তম: রাজি। প্রথমত, আমাকে একটা দামি গাড়ি দাও।
দৈত্য: এই নাও গাড়ি। তবে জেনে রেখো, তোমার শত্রুরা ইতিমধ্যে দুটো গাড়ি পেয়ে গেছে।
রুস্তম: আমি এক কোটি টাকা চাই।
দৈত্য: এই নাও, তোমাকে কোটিপতি করে দিলাম। জেনে রেখো, তোমার শত্রুরা এখন দুই কোটি টাকার মালিক।
রুস্তম: আমার অনেক দিনের শখ, একটা কিডনি দান করব!
পূর্ববর্তী:
« আলাদিনের চেরাগ পেলেতা জাদুঘরে দিয়ে দেব
« আলাদিনের চেরাগ পেলেতা জাদুঘরে দিয়ে দেব
পরবর্তী:
আলাভোলা জ্যাকসন »
আলাভোলা জ্যাকসন »
Leave a Reply