সর্দারজি একবার একটা মশার পাখা ছিঁড়ে ফেললেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, ‘উড়ে যা মশা, উড়ে যা!’
মশাটা তার জায়গায় অনড় পড়ে রইল।
সর্দারজিকে বেশ সন্তুষ্ট দেখাল। একটা খাতায় তিনি লিখলেন, ‘অতএব, পাখা ছিঁড়ে ফেললে মশা কানে শোনে না। প্রমাণিত।’
পূর্ববর্তী:
« প্রমাণট্রমাণ
« প্রমাণট্রমাণ
পরবর্তী:
প্রশংসা »
প্রশংসা »
Leave a Reply