মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল একটা ক্যারাভ্যান। ক্যারাভ্যানের চালক আজব লোক! মাঝে মাঝেই জানালা দিয়ে হাত বের করে একটা লাঠি দিয়ে ক্যারাভ্যানের গায়ে বাড়ি দিচ্ছিলেন, আর বলছিলেন, ‘হুস, হুস…’। ব্যাপারটা লক্ষ করল এক মোটরসাইকেলচালক। একটা পেট্রল পাম্পে ক্যারাভ্যানটা থামতেই সে ছুটে গেল চালকের কাছে। বলল, ‘ঘটনা কী ভাই, আপনি একটু পরপর ক্যারাভ্যানের গায়ে বাড়ি দিচ্ছেন কেন?’
ক্যারাভ্যানচালক: ‘আর বলবেন না, আমার ক্যারাভ্যানের ধারণক্ষমতা ১০০০ কেজি। কিন্তু আমি ১৫০০ কেজি তোতা পাখি বহন করে নিয়ে যাচ্ছি। বারবার বাড়ি দিচ্ছি, যেন তোতা পাখিগুলো ক্যারাভ্যানের ভেতর উড়তে থাকে আর পুলিশের কাছে বাড়তি ওজন ধরা না পড়ে!’
পূর্ববর্তী:
« বাটনের নাম ‘হয়তো’
« বাটনের নাম ‘হয়তো’
পরবর্তী:
বাতাস কোন দিক থেকে বইছে »
বাতাস কোন দিক থেকে বইছে »
Leave a Reply