বিরাট এক আবিষ্কার করে বসেছেন এক পশ্চিমা দেশের বিজ্ঞানীরা। নেচে-গেয়ে তাঁরা নিজেদের সাফল্য উদ্যাপন করছিলেন। এমন সময় একটা ফোন এল।
‘এই চুপ চুপ! সবাই চুপ! প্রধানমন্ত্রী ফোন করেছেন!’ বললেন বিজ্ঞানীদের প্রধান।
‘জি স্যার, আমরা মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। বিজ্ঞানের জন্য এ এক বিশাল অর্জন! জি স্যার, জি স্যার!…কী বললেন স্যার? (ভ্রু কুঁচকে) স্যার এটা তো খুবই কঠিন! আমরা পারব কি না জানি না। তবে আজ থেকেই গবেষণা শুরু করছি।’ বলে ফোন রাখলেন বিজ্ঞানীদের প্রধান। মুখ গোমড়া করে বললেন, ‘সহকর্মীরা, প্রায় অসম্ভব একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। প্রধানমন্ত্রী বললেন, আমরা তো মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। এবার সরকারি দলে বুদ্ধিমান প্রাণী খুঁজে বের করতে হবে!’
পূর্ববর্তী:
« সরকারি চাকরি
« সরকারি চাকরি
পরবর্তী:
সরকারের দায় নয় »
সরকারের দায় নয় »
Leave a Reply