একদিন দুপুরে বসের মুড বেশ ভালো। সে কর্মচারীদের একের পর এক কৌতুক শোনাচ্ছিল। কর্মচারীরাও হাসছিল হো হো করে। শুধু হাসছিলেন না এক মহিলা।
বস বললেন, ‘কী ব্যাপার, তুমি হাসছ না কেন?’
মহিলা: আমি কাল চাকরি ছেড়ে দিচ্ছি। আমার অত হাসাহাসি না করলেও চলবে।
পূর্ববর্তী:
« হাসার সুযোগ
« হাসার সুযোগ
পরবর্তী:
হাসাহাসি না করলেও চলবে »
হাসাহাসি না করলেও চলবে »
Leave a Reply