আসিফ: জন্মদিনে তুমি কী উপহার চাও?
ফারাহ: আগামীকাল আমার যত বছর পূর্ণ হবে, তুমি আমাকে ঠিক ততটা গোলাপ পাঠাবে। সকালে ঘুম থেকে উঠেই আমি যেন তোমার দেওয়া গোলাপ হাতে পাই।
আসিফও বেশ খুশি। পরিচিত এক ফুলের দোকানদারকে বলে রাখল, পরদিন ভোরবেলায়ই যেন ফারাহর বাসায় ২১টি গোলাপ পৌঁছে যায়।
পরদিন খুশিতে বাকবাকুম করতে করতে ফারাহর বাসায় হাজির আসিফ। দরজায় দাঁড়িয়েই রাগত স্বরে বলল ফারাহ, ‘চলে যাও তুমি! আর কখনো তোমার মুখ দেখতে চাই না।’
কিছুই বুঝল না আসিফ। মন খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দেখা ফুলের দোকানদারের সঙ্গে। দোকানদার হেসে বলল, ‘স্যার, ম্যাডাম খুশি হইছে তো? আপনি আমার পুরান কাস্টমার, তাই এক ডজন ফুল বেশি দিছিলাম!’
পূর্ববর্তী:
« ২০তম বিবাহবার্ষিকী
« ২০তম বিবাহবার্ষিকী
পরবর্তী:
২১২ নম্বর রাস্তা »
২১২ নম্বর রাস্তা »
Leave a Reply