দুই পাকিস্তানি কমান্ডার কথা বলছেন।
প্রথম কমান্ডার: আমার সেনারা খুবই অনুগত। আমাকে ভীষণ মানে। হুকুম পেলেই মুক্তিবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে।
দ্বিতীয় কমান্ডার: কিন্তু আমারগুলো তো কথাই শোনে না। মুক্তিবাহিনী দেখলেই থরথর করে কাঁপতে থাকে। কবে যে আমি তোমার মতো করে বলতে পারব…।
প্রথম কমান্ডার: অবশ্যই পারবে।
দ্বিতীয় কমান্ডার: কীভাবে?
প্রথম কমান্ডার: আমার মতো মিথ্যা কথা বলা শেখো!
পূর্ববর্তী:
« মিতব্যয়ী
« মিতব্যয়ী
পরবর্তী:
মিথ্যা বললে কী হয় »
মিথ্যা বললে কী হয় »
Leave a Reply