মোসলেম সাহেবের গাড়িটা বিগড়ে গেল একটা মাঠের পাশে। কিছুতেই ঠিক করা যাচ্ছে না। এমন সময় কোথা থেকে এক ঘোড়া এসে হাজির। ঘোড়াটা বলল, ‘আমার ধারণা, আপনার গাড়ির কার্বুরেটরে সমস্যা আছে।’
সে কি! ঘোড়া কথা বলে! ভূত-টুত না তো? মোসলেম সাহেব ‘মা গো, বাবা গো’ বলে ঝেড়ে দৌড় লাগালেন!
ছুটতে ছুটতে দেখা হলো এক কৃষকের সঙ্গে। কৃষক বললেন, ‘কী হলো সাহেব, অমন উদ্ভ্রান্তের মতো ছুটছেন কেন?’
মোসলেম বললেন, ‘আর বলবেন না, আমার গাড়িটা মাঠের পাশে নষ্ট হয়ে গেল। এমন সময় কোথা থেকে এক ঘোড়া এসে বলে, “মনে হয় আপনার কার্বুরেটরে সমস্যা আছে!” কী ভয়ানক ব্যাপার!’
কৃষক বললেন, ‘ঘোড়াটা কি লাল? গলার কাছে সাদা সাদা ফুটকি আছে?’
মোসলেম বললেন, ‘আজ্ঞে হ্যাঁ। আপনি কী করে জানলেন?’
কৃষক: ‘আরে ওটা তো আমার ঘোড়া! আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন।’
মোসলেম: ভুল শুনিনি। বিশ্বাস করুন!
কৃষক: অসম্ভব। আমার ঘোড়াটা তো গাড়ি সম্পর্কে কিছুই জানে না!
পূর্ববর্তী:
« ঘোড়া নয়, গাধা দরকার
« ঘোড়া নয়, গাধা দরকার
পরবর্তী:
ঘোড়ার সঙ্গে কথা বলো »
ঘোড়ার সঙ্গে কথা বলো »
Leave a Reply