বাবার এক বন্ধু বেড়াতে এসেছেন আমাদের বাড়ি। সাথে তার মেয়ে। খুব সুন্দরী। প্রেমে পড়ে গেলাম। প্রতিদিন মেয়েটিকে সাথে নিয়ে বাগানে বেড়াতে যাই। কেউ কিছু জিজ্ঞেস করলে বলি, এই একটু আম পাড়তে যাচ্ছি।
তো একদিন দুজনের প্রচণ্ড ঝগড়া হলো। মেয়েটি রাগ করে চলে গেল। মন খারাপ করে বাড়ি ফিরছিলাম। পথে বাবার বন্ধুর সাথে দেখা। জিজ্ঞেস করল, কিরে বাগানে কী করছিলি?
– এই আম পাড়ছিলাম।
– কই আজকে আমার মেয়ে তো তোর সাথে যায়নি।
– ও যায়নি তো কী হয়েছে। আমি নিজেই ডালটা ধরে দুবার ঝাকাতে আমটা পড়ে গেল।
পূর্ববর্তী:
« আম ছালা দুটোই যখন যায় – ইমদাদুল হক মিলন
« আম ছালা দুটোই যখন যায় – ইমদাদুল হক মিলন
পরবর্তী:
আম হল ফলের রাজা »
আম হল ফলের রাজা »
Leave a Reply