ছুটিতে লন্ডন গেছেন সর্দারজি। রাস্তার পাশেই বিশাল বড় একটা দালান। দালানের মাথায় বড় একটা ঘড়ি। মুগ্ধ হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে ছিলেন তিনি। এমন সময় এক লোক এসে বলল, ‘আপনার বুঝি ঘড়িটা পছন্দ হয়েছে?’
সর্দারজি: নিশ্চয়ই নিশ্চয়ই! খুবই পছন্দ হয়েছে।
লোক: ঘড়িটার দাম এক হাজার ডলার, কিনবেন?
সর্দারজি: অবশ্যই।
এই বলে সর্দারজি লোকটার হাতে এক হাজার ডলার তুলে দিলেন। লোকটা বললেন, ‘দাঁড়ান, ঘড়িটা নামানোর জন্য আমি একটা মই নিয়ে আসি।’ এই বলে সে গেল তো গেল, আর এল না। রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন সর্দারজি।
পরদিন আবারও সেই দালানের পাশে দাঁড়িয়ে ঘড়িটা দেখছিলেন তিনি। এক লোক এসে বলল, ‘ঘড়িটা কিনতে চাইলে এক হাজার ডলার দিন।’ সর্দারজি ডলার দিলেন। লোকটা বলল, ‘আপনি দাঁড়ান, আমি একটা মই নিয়ে আসছি।’
এবার চটজলদি বললেন সর্দারজি, ‘আমাকে বোকা পেয়েছেন? আপনি এখানে দাঁড়ান, আমি মই নিয়ে আসছি!’
পূর্ববর্তী:
« ঘড়িটাও গেল রে
« ঘড়িটাও গেল রে
পরবর্তী:
ঘড়ির কাঁটা এগিয়ে গেলে টাকা পাঠাতে হবে »
ঘড়ির কাঁটা এগিয়ে গেলে টাকা পাঠাতে হবে »
Leave a Reply