একজন শিল্পীকে পাঁচ মাইল লম্বা একটা রাস্তাজুড়ে বিশাল আল্পনা করার কাজ দেওয়া হলো। প্রথম দিন তিনি দুই মাইল পর্যন্ত আঁকলেন, দ্বিতীয় দিন আল্পনা করলেন আরও এক মাইলজুড়ে। তৃতীয় দিন আঁকলেন আধা মাইল।
কেউ একজন প্রশ্ন করল, ‘দিনে দিনে আপনার কাজের পরিধি কমছে কেন?’
শিল্পী বললেন, ‘কারণ দিনে দিনে আমি আমার রঙের বাক্সটা থেকে দূরে সরে যাচ্ছি!’
পূর্ববর্তী:
« দূরে থাকার চেষ্টা
« দূরে থাকার চেষ্টা
পরবর্তী:
দূরের জিনিস »
দূরের জিনিস »
Leave a Reply