মঞ্চে বক্তব্য দিতে উঠে বক্তা বলছেন, ‘আমি আমার বক্তব্যের শুরুতেই বর্ণনা করব, আমাদের আজকের প্রধান অতিথি কী অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ! এ সমাজে তাঁর অনবদ্য অবদানের কথাও আমি আজ বলব। আমি বলব, সুখে-দুখে কীভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন—সেই সংগ্রামের গল্প। আমাদের প্রধান অতিথির আরও গুণের কথা আজ আমি আপনাদের শোনাব। শুধু আমার বক্তব্যর শেষে গিয়ে কিছু সত্য কথা বলব!’
পূর্ববর্তী:
« সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য
« সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য
পরবর্তী:
সত্য কথা বললে কী হবে »
সত্য কথা বললে কী হবে »
Leave a Reply