জাহাজে করে বেড়াতে যাচ্ছিলেন ঝমলু। এমন সময় ভীষণ ঝড় উঠল। ঝড় শেষে ঝমলু নিজেকে আবিষ্কার করলেন একটা নির্জন দ্বীপে। দিন যায়, মাস যায়…একা দ্বীপে হাঁপিয়ে ওঠেন ঝমলু। খেয়ে না খেয়ে তাঁর কাহিল দশা। হঠাৎ একদিন দূরে একটা জাহাজ দেখতে পেলেন। চিৎকার করে নিজের অবস্থান জানান দিলেন ঝমলু। জাহাজের ক্যাপ্টেন ঝমলুকে দেখতে পেলেন।
কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা নৌকা জাহাজ থেকে দ্বীপের দিকে রওনা হলো। দ্বীপের কাছাকাছি এসে নৌকার মাঝি ঝমলুর দিকে একগাদা পত্রিকা ছুড়ে দিয়ে বললেন, ‘আমাদের ক্যাপ্টেন তোমার জন্য গত এক সপ্তাহের এই পত্রিকাগুলো পাঠিয়েছেন। এগুলো পড়ে তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি ফিরে যেতে চাও কি না!’
পূর্ববর্তী:
« পত্রিকার কাজ করি
« পত্রিকার কাজ করি
পরবর্তী:
পত্রিকার ভুল »
পত্রিকার ভুল »
Leave a Reply