অন্তু আর শুভ, দুই বন্ধু গেছে গভীর জঙ্গলে। হঠাৎই ওরা মুখোমুখি হয়ে গেল বিকট দর্শন এক ভালুকের। আর যায় কোথায়, দুই বন্ধু দে ছুট!
ছুটতে ছুটতে থেমে গেল শুভ। চটজলদি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে জুতাজোড়া বের করে পরতে শুরু করল।
শুভর কাণ্ড দেখে থমকে গেল অন্তুও। বলল, ‘আরে বোকা, থামলি কেন? এখন কি জুতা পরার সময় আছে? তা ছাড়া জুতা পায়ে দিয়ে দৌড়েও তুই ভালুকটাকে পেছনে ফেলতে পারবি না।’
উত্তরে শুভ বলল, ‘ভালুককে পেছনে ফেলতে হবে না। তোকে পেছনে রাখতে পারলেই হলো!’
পূর্ববর্তী:
« তোকে খুব ঝাপসা দেখাচ্ছে
« তোকে খুব ঝাপসা দেখাচ্ছে
পরবর্তী:
তোতা কাহিনী – রবীন্দ্রনাথ ঠাকুর »
তোতা কাহিনী – রবীন্দ্রনাথ ঠাকুর »
Leave a Reply