সর্দারজির বাড়িতে বেড়াতে গেছেন তাঁর এক বন্ধু। গিয়ে দেখেন সর্দারজি সারা ঘর আতিপাতি করে কী যেন খুঁজছেন।
বন্ধু বললেন, কী খুঁজছো হে?
সর্দারজি বললেন, লুকানো ক্যামেরা।
চোখ কপালে তুলে বন্ধু বললেন, বলো কি! তোমার ঘরে লুকানো ক্যামেরা লাগাল কে?
সর্দারজি: ওই টেলিভিশন চ্যানেলওয়ালারা।
বন্ধু: কী করে বুঝলে?
সর্দারজি: একটু পরপরই বলে, ‘আপনারা দেখছেন অংঝং টিভি।’ আমি যে অংঝং টিভি দেখছি, ও ব্যাটা বুঝল কী করে!
পূর্ববর্তী:
« অংকের ভুলের জন্য শাস্তি
« অংকের ভুলের জন্য শাস্তি
পরবর্তী:
অকপট ডায়োজেনিস »
অকপট ডায়োজেনিস »
Leave a Reply