জুয়েল বলছে সোহাগকে, বল দেখি, খালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি?
সোহাগ: উমমম্…চারটা।
জুয়েল: হয়নি। খালি পেটে তুই একটা রুটিই খেতে পারবি। কারণ পরবর্তী রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না। জুয়েলের বুদ্ধি দেখে খুব মজা পেল সোহাগ।
খানিক বাদে সামিয়াকে পেয়ে জিজ্ঞেস করল সোহাগ, বল দেখি, খালি পেটে তুই কটা রুটি খেতে পারবি?
সামিয়া: উমমম্…তিনটা।
সোহাগ: দূর। মজাটা হলো না। চারটা বললে মজা হতো!
পূর্ববর্তী:
« চারটা বক্তৃতা
« চারটা বক্তৃতা
পরবর্তী:
চারটিতেই এক ডজন »
চারটিতেই এক ডজন »
Leave a Reply