সজল, বাবু, শফিক আর গাবলু—চার বন্ধু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় তারা আটক হলো জংলিদের হাতে। চার বন্দীকে নিয়ে যাওয়া হলো জংলি সরদারের কাছে। সরদার আবার কৌতুক ভালোবাসতেন। তিনি ঘোষণা করলেন, ‘চারজনকেই একটা করে কৌতুক শোনাতে হবে। কৌতুক শুনে যদি সবাই হাসে, তাহলে মুক্তি মিলবে। আর একজনও যদি না হাসে, তাহলে গর্দান যাবে।’
প্রথমে সজল শুরু করল। ‘এক দেশে…’। কৌতুক শেষে সবাই হো হো করে হেসে উঠল, একমাত্র গাবলু ছাড়া। যেহেতু একজন হাসেনি, শর্ত মোতাবেক সজলের শিরশ্ছেদ করা হলো। এরপর কৌতুক বলল বাবু। সবাই হেসে উঠল, কিন্তু গাবলু হাসল না। সে তখন ভ্রু কুঁচকে কী যেন ভাবনায় মগ্ন। বাবুরও গর্দান গেল।
এবার শফিকের পালা। শফিক মাত্র শুরু করবে, এমন সময় গাবলু হো হো করে হাসতে শুরু করল।
সর্দার: কী হলো, তুমি হাসছ কেন? ও তো এখনো কৌতুক শুরুই করেনি।
গাবলু: হা হা হা…সজলের কৌতুকটা কী মজারই না ছিল!
পূর্ববর্তী:
« কৌতুক প্রতিযোগিতা
« কৌতুক প্রতিযোগিতা
পরবর্তী:
কৌতূহল »
কৌতূহল »
Leave a Reply