গ্রাম থেকে শহরে এসেছেন হরিপদ। ঘুরতে ঘুরতে তিনি গেলেন ছবির দোকানে। দোকানে সারবেঁধে ঝোলানো আছে বাঁধাই করা হরেক রকম ছবি। গ্রামের দৃশ্যের ছবি, বাঘের ছবি, মোনালিসার ছবি…ইত্যাদি। ঘুরতে ঘুরতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালেন হরিপদ। দোকানদারকে ডেকে বললেন, এই বিচ্ছিরি ছবিটার দাম ৫০০ ট্যাকা? এইডা তো আমি ফিরি দিলেও নিমু না!
দোকানদার বললেন, ছবি কই? ওটা তো আয়না!
পূর্ববর্তী:
« আয়না
« আয়না
পরবর্তী:
আয়নার বিশেষত্ব »
আয়নার বিশেষত্ব »
Leave a Reply