দুই সর্দার গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ এক সর্দারের মনে হলো, গাড়ির ইন্ডিকেটর বাতিটা কাজ করছে না। তিনি অপর সর্দারকে বললেন, ‘দেখো তো, ইন্ডিকেটরটা কাজ করছে কি না।’
অপর সর্দার গাড়ি থেকে নামলেন। সামনে থেকে দেখে বললেন, ‘জ্বলেছে! না না, নিভে গেছে! আবার জ্বলেছে! যাহ নিভে গেল! জ্বলেছে! নিভে গেছে! আবার জ্বলল…….!’
পূর্ববর্তী:
« ইন্টেলেকচুয়াল – র. বিকচেনতায়েভ
« ইন্টেলেকচুয়াল – র. বিকচেনতায়েভ
পরবর্তী:
ইন্স্যুরেন্স করা হয়নি »
ইন্স্যুরেন্স করা হয়নি »
Leave a Reply