কয়লা ধুলে ময়লা যায় না, তাহলে কয়লা দিয়ে দাঁত মাজলে ময়লা যায় কেন?
দাঁতের ময়লা কয়লার কালি দেখে ভয়ে পালিয়ে যায়!
নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কী?
পুরুষের মধ্যে ইভ টিজার আছে, কিন্তু নারীরা অ্যাডাম টিজার হয় না।
কান টানলে মাথা আসে আর বিড়ি-সিগারেট টানলে?
ওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসে।
দায়িত্ব গ্রহণের পূর্বে শপথবাক্য পাঠ করানো হয় কেন?
কোন কোন বিষয়ে অনিয়ম করতে পারবে, তার লিস্টটা দেওয়ার জন্য।
দেশপ্রেম কোথায় পাওয়া যায়?
দেশের মাটির নিচে, তবে সেটা লোভে নয়, ভালোবেসে খুঁড়তে হয়।
ডিজিটাল লোডশেডিং কবে থেকে আরম্ভ হবে?
আগে তো ডিজিটাল হোক!
মানুষ অন্ন চায়, বস্ত্র চায়, বাঁচার জন্য নিরাপত্তা চায় কেন?
নেতা-মন্ত্রীদের লাগামহীন চাওয়া থেকে শিখেছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৫, ২০১২
Leave a Reply