মানুষের ঘুমের গড় চাহিদা হলো—আরও পাঁচ মিনিট।
ম্যাক্স কফম্যান, মার্কিন কৌতুক অভিনেতা
প্রতিভা ও পাগলামির মধ্যে একটি সূক্ষ্ম সরলরেখা আছে। আমি সেটা মুছে ফেলেছি।
অস্কার লেভ্যান্ট, মার্কিন লেখক ও পিয়ানোবাদক
একটি প্রবাদ আছে, মানুষ মাত্রেই ভুল হয়। কিন্তু কম্পিউটার চাইলে যা করতে পারে তার তুলনায় মানুষের ভুল কিছুই না।
আগাথা ক্রিস্টি, ইংরেজ ঔপন্যাসিক
টাকা আপনাকে সুখী করতে পারে না। আমার হাতে এখন আছে ৫০ মিলিয়ন ডলার, ৪৮ মিলিয়ন ডলার থাকতেও একই রকম সুখী ছিলাম আমি।
আর্নল্ড শোয়ার্জনিগার, অস্ট্রিয়ান অভিনেতা
কোনো চাকুরেই একই ভুল দ্বিতীয়বার করে না, কারণ তার আগেই তাকে পদত্যাগপত্র ধরিয়ে দেওয়া হয়।
আইজাক আসিমভ, মার্কিন লেখক
মশা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে খাদ্যশৃঙ্খলের শীর্ষে অবস্থান করি না।
টমাস ফ্রান্সিস উইলসন, মার্কিন লেখক ও অভিনেতা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৮, ২০১২
Leave a Reply