পদোন্নতি আর পদত্যাগের মধ্যে পার্থক্য কী?
পদোন্নতি মানে পা লম্বা হওয়া, আর পদত্যাগ মানে পা ত্যাগ করা।
পড়ার সময় ঘুম আসে কেন?
গাড়ি-ঘোড়া চড়ার স্বপ্নে!
বলুন তো আসল ঘটনা কী, এর পেছনে কোন দল আছে?
আসল ঘটনা যা দেখছেন, তা-ই। এর পেছনে যে দল আছে, তা হলো কোন্দল!
রাজনীতি ও অর্থনীতির মধ্যে সাদৃশ্য কী?
প্রথমটিতে একটু চালু হলে দ্বিতীয়টিতে ব্যাপক সাফল্য লাভের সম্ভাবনা থাকে!
বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয় কেন?
বর্ষাকালে না করলে সরকার যে কাজ করছে, এটা তো টের পেতেন না!
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য কী?
পার্থক্য ক্লাসে, শিক্ষার্থীরা সবাই বসে থাকে আর শিক্ষক একাই দাঁড়িয়ে থাকেন।
আঠারো ঘা না ছত্রিশ ঘা!
আপনি কার কথা বলছেন—পুলিশ, না বাঘের?
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৮, ২০১২
Leave a Reply