বিদ্যুৎকে সারা দিন ধরে রাখতে হলে কী করতে হবে?
অ্যাভয়েড করতে হবে! জানেনই তো, অ্যাভয়েড কেউ সহ্য করতে পারে না!!
যৌতুক দেওয়া-নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সেটা কমছে না কেন?
যৌতুক এখন উপহারের খোলস পাল্টেছে তো!
সন্ত্রাসীদের গডফাদার আছে, গডমাদার নেই কেন?
এমন সন্তানের দাদি-নানি হতে কোন মা চাইতে পারে বলুন!
আকাশে তো নদী কিংবা সাগর নেই, তাহলে সূর্য কিসের ভেতর ডুব দেয়?
যে গরম পড়েছে, সূর্যেরও মাথা খারাপ দশা। সে নিজের ভেতরই ডুব দেয়।
দুর্নীতির জন্য দুদক হয়, আর সুনীতির জন্য…?
আগে দেশে সুনীতি আসুক তো!
বিপদ বলেকয়ে নেমে আসে না কেন?
বলেকয়েই আসে, কিন্তু মানুষ সেটাকে খুব একটা পাত্তা দেয় না।
সরকার ও সুরকারের মধ্যে পার্থক্য কী?
সরকারের গানের (বন্দুক) জন্য সুর দরকার হয় না, কিন্তু সুরকারের ওইটাই কাজ!
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৪, ২০১২
Leave a Reply