এখন লটারি, না চাকরি পাওয়া সহজ?
এগুলোর একটাও না। এখন ডেথ সার্টিফিকেট পাওয়া সবচেয়ে সহজ।
আমার প্রশ্নের উত্তর কী হবে?
আপনি যা ভেবেছিলেন সেটাই।
ধূলি আর বালির মধ্যে পার্থক্য কী?
বালি মরুভূমির অবিচ্ছেদ্য অংশ আর ধূলি ঢাকার।
দেশের অর্থনীতি কিসের ওপর নির্ভরশীল?
একটি চাকার ওপর, কথায় বলে না অর্থনীতির চাকা।
ভর্তিবাণিজ্য ও নিয়োগবাণিজ্যের মধ্যে সাদৃশ্য কী?
বাণিজ্যিক দিক থেকে দুটোই বেশ লাভজনক।
সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য কী?
কোনো পার্থক্য নাই। আজকাল সত্যের সঙ্গে পাল্লা দিয়ে মিথ্যাও চাপা থাকছে না।
দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন উপায়?
দেয়ালটা আরেকটু পেছনে সরানোর ব্যবস্থা করুন।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৮, ২০১২
Leave a Reply