জানি, আমি এবারও পুরস্কার পাব না, তাই না?
বাহ! আপনার মাথায় তো অনেক বুদ্ধি! বুঝলেন কী করে?
বিশ্বকাপ ও চায়ের কাপের মধ্যে পার্থক্য কী?
চায়ের কাপে বিশ্বকাপের ঝড় উঠলেও বিশ্বকাপে চায়ের ঝড় সম্ভব নয়!
বিড়াল ও কুকুর বৃষ্টি বলতে কী বুঝায়?
যে বৃষ্টিতে কুকুর ও বিড়াল ঝগড়া ভুলে যায়!
দুশ্চিন্তা আর সুচিন্তার মধ্যে পার্থক্য কী?
ঘুমে। দুশ্চিন্তায় কম হয় আর সুচিন্তায় বেশি হয়।
অতীতের রাজনীতিবিদ ও বর্তমান রাজনীতিবিদের মধ্যে পার্থক্য কোথায়?
কেবল শব্দের মাঝের ‘নীতি’তে, আগে ছিল আর এখন ফাঁকা!
কবি হতে হলে কী করতে হয়?
কবিতা লেখার পাশাপাশি একটা কবি কবি ভাব নিতে হয়!
বলুন তো বিদ্যুৎ চমকায় কেন?
নিচে যে পরিমাণ অনিয়ম আর দুর্নীতি হয়, ওপর থেকে দেখলে আপনিও চমকাতেন!
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৪, ২০১২
Leave a Reply