আমরা আগাছা উপড়ে ফেলি কেন?
এমন গায়ে পড়া স্বভাবের কাউকে কার ভালো লাগে, বলেন?
দেশ এখন কোথায়?
আগের জায়গায়, মানচিত্রে!
নেতা-মন্ত্রীদের চরিত্র?
সেই চিরচেনা ফুলের মতো পবিত্র, শুধু কোন গাছের ফুল সেটা বাছাই করতে হবে।
আয়নায় ডান হাত বাঁ দিকে
যদি আপনার মতো সোজা হয়ে দাঁড়াত তখনো তো অভিযোগ করতেন আয়না নিয়ে!
হাতের সব কটি আঙুলের বয়স সমান হলেও একটাকে বুড়ো বলা হয় কেন?
ওটা আসলে অকালপক্ব তো!
গুম ও ঘুমের মধ্যে পার্থক্য কী?
একটিতে কেউ আপনাকে দেখবে না আর অন্যটিতে আপনি কাউকে দেখবেন না।
রাজনীতিবিদদের পেট কখন ভরে?
পিঠে কিছু পড়ার পর, কথায় আছে না পেটে খেলে পিঠে সয়!
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৭, ২০১২
Leave a Reply