অফিসের নতুন সহকর্মী স্বেতলানাকে ভারি মনে ধরল ইগরের। একসঙ্গে কয়েক দিন কাজ করার পর সে তাকে বাইরে কোথাও দেখা করার প্রস্তাব দিল।
নির্ধারিত সাক্ষাতের আগে উত্তেজনার প্রাবল্যে নিজেকে নিয়ে কী করবে, বুঝতে পারছিল না ইগর। সকালবেলা সেলুনে গিয়ে চুল কাটিয়ে এল। জুতো পালিশ করে এমন চকচকে করল যে তাতে ধুলোও আটকে থাকছিল না, পিছলে পড়ে যাচ্ছিল। দুপুরে খাবার সময় প্রায় কিছুই খেতে পারল না। লাঞ্চের পর আবার গেল সেলুনে। এবারে দাড়ি কামিয়ে নিতে। সাক্ষাতের সময়ের তখনো অনেকটা বাকি, ইগর ছুটল বাজারে স্বেতলানার জন্য ফুল কিনতে। তারপর নির্ধারিত স্থানে পৌঁছে গেল নির্দিষ্ট সময়ের অনেক আগে।
এককথায়, এমন আচরণ সে করছিল, ঠিক যেন অনভিজ্ঞ তরুণ প্রেমিক— পূর্ণবয়স্ক, বিবাহিত পুরুষ নয়।
পূর্ববর্তী:
« আঘাতের চিহ্ন
« আঘাতের চিহ্ন
পরবর্তী:
আচার-ব্যবহার »
আচার-ব্যবহার »
Leave a Reply