সৈকত সাহেব দীর্ঘক্ষণ ধরে ঘুমাতে চেষ্টা করছেন, মশার জ্বালায় পারছেন না। যখনই চোখ দুটো ঘুমে একটুখানি লেগে আসে, তখনই কোথা থেকে যেন একটা পাজি মশা এসে কানের কাছে ‘গুন গুন গুন গুন’ করতে থাকে।
রেগেমেগে সৈকত দাঁত কিড়মিড় করে বললেন, ‘একবার যদি ধরতে পারি, দেখাব মজা!’
সৈকত এবার ঘুমের ভান করলেন। যখনই মশাটা কাছে এল, অমনি খপ করে মশাটাকে ধরে ফেললেন। আলতো করে ধরে মশার গায়ে হাত বোলাতে লাগলেন আর ‘আয় ঘুম আয় রে’ বলে বলে মশাটাকে ঘুমপাড়ানি গান শোনাতে লাগলেন! কিছুক্ষণের মধ্যেই মশাটা নিস্তেজ হয়ে এল। দেখে মনে হলো, মশাটা প্রায় ঘুমিয়ে পড়েছে! এবার সৈকত সাহেব মশার কানের কাছে মুখ নিয়ে বললেন, ‘গুন গুন গুন গুন….’!!
পূর্ববর্তী:
« প্রতিশোধ
« প্রতিশোধ
পরবর্তী:
প্রতিশ্রুতি »
প্রতিশ্রুতি »
Leave a Reply