মন্টু একটি জাদুঘরে দর্শনার্থীদের গাইডের চাকরি পেয়েছে। কিন্তু সমস্যা হলো, দর্শনার্থীদের সবকিছু চিনিয়ে দেবে কী, বেচারা নিজেই অনেক কিছু চেনে না!
একবার বিদেশি কিছু দর্শনার্থী এল। দর্শনার্থীদের জাদুঘর ঘুরে দেখাতে দেখাতে মন্টু একসময় হাজির হলো একটি কঙ্কালের সামনে। হাসিমুখে মন্টু বলল, ‘এই যে কঙ্কালটা দেখছেন, এটা সম্রাট অরহরের! জিঞ্জিরাবাজার যুদ্ধে তিনি শহীদ হন!’ এক দর্শনার্থী পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন অন্য একটা ছোট কঙ্কালের সামনে। মন্টুকে জিজ্ঞেস করলেন, ‘এটা কার কঙ্কাল?’
মন্টু বলল, ‘এটাও সম্রাট অরহরের কঙ্কাল। তবে এ সময় তিনি ছোট ছিলেন!’
পূর্ববর্তী:
« ছোট হয়ে আসছে পৃথিবী – ক্রিকেটের কী হবে?
« ছোট হয়ে আসছে পৃথিবী – ক্রিকেটের কী হবে?
পরবর্তী:
জগৎপারাবারের তীরে »
জগৎপারাবারের তীরে »
Leave a Reply