পূর্বে ছিল ছাত্র=বই, খাতা, কলম, মূল্যবোধ আর এখন ছাত্র= ?
এখন ছাত্র=দল, লীগ, মোবাইল, কম্পিউটার, ভাঙচুর এবং সবশেষে মূল্যহীন।
চোর পালালে বুদ্ধি বাড়ে আর কুবুদ্ধি বাড়ে?
চোরের সঙ্গে ঘন ঘন দেখা হলে।
ইভ টিজিং প্রতিরোধে আমার দায়িত্ব কী হতে পারে?
অন্যের চেয়ে নিজের দিকে বেশি নজর দিন।
টাক মাথায় চুল গজানোর আছে কি কোনো উপায়?
ঝামেলা চলে গেলেই তো ভালো, তাকে আবার ডাকার কী দরকার?
ব্যাঙের কখনো সর্দি হয় না কেন?
ওরা আগে ডাক্তার দেখায়, তারপর পানিতে নামে!
দুজনকে প্রাইজবন্ড দিলে কী হতো?
প্রাইজবন্ডের ভাঙতি না থাকায় ভাগ করতে সমস্যা হতো!
চাকরি যে করে সে-ই চাকর কিন্তু তবুও আমরা চাকুরি বলি কেন?
নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য।
Leave a Reply