রবীন্দ্রনাথ একবার একটা সভায় বসে ছিলেন। হঠাৎ রবিঠাকুর বলে উঠলেন, ‘এই ঘরে একটা “বাঁদোর” আছে।’
সবাই ভীষণ অস্বস্তিতে পড়ে গেলেন। একে-অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন।
রবীন্দ্রনাথ এবার ব্যাপারটা পরিষ্কার করলেন, ‘আহা! এই ঘরের ডান দিকে যেমন একটা দোর (দরজা) আছে, তেমনি বাঁ দিকেও একটা দোর আছে, আমি তো ওটার কথাই বলছিলাম হে!’
পূর্ববর্তী:
« বাঁদর
« বাঁদর
পরবর্তী:
বাঁধানো দাঁত »
বাঁধানো দাঁত »
Leave a Reply