মার্ক টোয়েনের লাইব্রেরিটা ছিল দেখার মতো। লাইব্রেরিজুড়ে কেবল বই আর বই। দেয়ালের সঙ্গে সার বেঁধে দাঁড় করানো, মেঝেতে স্তূপ করা, টেবিলের ওপর ছড়ানো—চারদিকে শুধু বই।
এসব দেখে মার্ক টোয়েনের এক বন্ধু বললেন, ‘এত বই জোগাড় করেছ, একটা বুকশেলফ জোগাড় করতে পারলে না?’
টোয়েন বললেন, ‘বইগুলো যেভাবে জোগাড় করেছি, বুকশেলফ তো আর সেভাবে জোগাড় করা যায় না। শেলফ তো আর বন্ধুদের কাছে ধার চাওয়া যায় না!’
পূর্ববর্তী:
« শেয়ারবাজার
« শেয়ারবাজার
পরবর্তী:
শেষ ইচ্ছা »
শেষ ইচ্ছা »
Leave a Reply